বিদিশা কর্মকার : সামনেই দুর্গাপুজো, তাই যাত্রীদের বিশেষ পরিষেবা দেওয়ার জন্য , এবার পূজার মুখে শনি রবিবার ও সরকারি ছুটির দিনেও বিশেষ বাস পরিষেবা চালুর ঘোষণা করেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।
প্রতিকী ছবি |
পরিবহন দপ্তর সূত্রে খবর আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ বাস পরিষেবা । ইতিমধ্যেই পূজোর কেনাকাটা শুরু করে দিয়েছে আম জনতা । তাই পুজোর কেনাকাটার কথা মাথায় রেখে এসপ্ল্যানেড, শ্যামবাজার এবং গড়িয়াহাটের মত বেশ কিছু এলাকায় শুরু হতে চলেছে বিশেষ বাস পরিষেবা ব্যবস্থা। এসপ্ল্যানেড থেকে হাওড়া এবং ডানলপ রুটে এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে ।
। বি বা দী বাগ স্ট্যান্ড রোড হয়ে হাওড়া স্টেশন দ্বিতীয় চিত্তরঞ্জন এভিনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার, বিটি রোড হয়ে ডানলপ পর্যন্ত। এসপ্ল্যানেডের গ্রান্ড হোটেলের উল্টো দিকে এল ২০ বাসস্ট্যান্ড থেকে ছাড়বে এই বাস। অন্য আরেকটি রুটে শ্যামবাজার থেকে বিটি রোড হয়ে ব্যারাকপুর পর্যন্ত বাস পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়িয়াহাট রুটে সব থেকে বেশি বাস চলবে।