শ্রাবন্তী হালদার : আর ২৪ ঘন্টা তারপরেই চার হাত এক হতে চলেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। আগামী ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই জুটি ।
রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল হোটেল দ্যা লীলা প্যালেসে হতে চলেছে তাদের বিবাহ অনুষ্ঠান। আজ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর তাঁরা এবং তাঁদের পরিবার উদয়পুরে পৌঁছোবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই বোন পরিনীতির বিয়ের উদ্দেশ্যে বিদেশ থেকে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার কন্যা মালতিও। তবে স্বামী নিকের দেখা এখনো মেলেনি জানা গিয়েছে তিনি নাকি কনসার্ট নিয়েই ব্যস্ত আছেন। সব বিয়ের মতই খুব স্বাভাবিকভাবেই পরিনীতি-রাঘবের বিয়ের প্রস্তুতিও চলছে জোরদার।এই জুটির বিয়ে হতে চলেছে পাঞ্জাবীদের বহু প্রাচীন প্রথা মেনে অর্থাৎ রাঘব ঘোড়ার পিঠে চেপে নয় বরং নৌকায় আসছেন পরিণীতিকে বিয়ে করতে। পরিনীতি -রাঘবের বিয়েতে থাকছে এলাহী আয়োজন। খাদ্যতালিকায় থাকছে রাজস্থানী এবং পাঞ্জাবি সমস্ত খাবার।
আজ বেলা সাড়ে ১১টায় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো যুগলের । আর হলদির আসর জমলো পাঞ্জাবি গানে।