এ যেনো সত্যিই কাহানি মে টুয়িস্ট । এক দম্পতির জীবনের বিভিন্ন টানা পোড়েনের গল্প চিত্রায়িত হয়েছে দেড় ঘণ্টার এই নাটকে । গত কাল জোড়াসাঁকো প্যাঁচার দল প্রযোজিত নাটক কাহিনি মে টুইস্ট , নাটক টি মঞ্চস্থ হয় গিরিশ মঞ্চে ।
নাটক টির ঘটনা ক্রম শুরু হয় রাজ যোটক নামক একটি রিয়েলিটি শোর ফল ঘোষণা পর্ব থেকে । যেই রিয়েলিটি শো তেই রানার্স আপ হন শহরের প্রখ্যাত নায়িকা মনিকা সেন ।তার পরেই স্বামী কঙ্কনের সঙ্গে তুমুল মনমালিন্য শুরু হয় মনিকার । রানার্স হিসাবে একটি উপহার ও পান মনিকা কঙ্কন জুটি । নাটকের প্রথম পর্বে দর্শক রা কঙ্কন মনিকার দাম্পত্য জীবনের কলহ , টানা পোড়েন বেশ উপভোগ করবেন । তাদের কলহের মধ্যেই এক আগন্তুকের আগমন ঘটে ,এক সাইকোপ্যাক খুনি নটবর হাজির হন । এই নটবরের আগমনই কাহানি মে টুইস্ট । এর পরে নটবর কে ঘিরেই আবর্তিত হতে থাকে ঘটনা ক্রম । এই নটবরই কখনো সাইকোপ্যাক খুনি নটোবর , কখনো আবার গোয়েন্দা নটোবর লাল , আবার কখনো বা অনঙ্গ প্রসাদ আবার ফুলদির পাতানো ভাই আবার রাজ যোটক রিয়েলিটি শো এর সঞ্চালক ।
নাটকে কঙ্কনের ভূমিকা অভিনয় করেছেন সুদীপ্ত দেবনাথ , মনিকার চরিত্রে অভিনয় করেছেন মধুশ্রী ধর , নটোবরের ভূমিকা অভিনয় করেছেন নিরূপ দাশগুপ্ত । অন্যান্য শিল্পীরা - শিল্পা , অর্ঘ্য , তাপস , অচিন্ত । সমগ্র পরিচালনায় - শ্রীনাথ পাল ও নাটককার - উজ্জ্বল চট্টোপাধ্যায় ।
এই নাটকের কাহিনী তে কি টুইস্ট আছে , তা জানতে এরপরের শো তে অবশ্যই দেখুন , উজ্জ্বল চট্টোপাধ্যায় রচিত , শ্রীনাথ পাল পরিচালিত নাটক " কাহানি মে টুইস্ট "