বিদিশা কর্মকার : অপেক্ষার অবসান! ২০২৪ সালে ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের । আর এই কাজ প্রায় শেষের দিকে। তিন তলা মন্দিরের প্রথমতলার সব কাজ সম্পূর্ণ হবে অক্টোবর মাসে। সূত্র অনুসারে জানা গিয়েছে, মন্দিরের নিরাপত্তার সমস্ত দায়িত্ব তুলে ধরা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের হাতে।
মঙ্গলবার শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ । 'ডিসেম্বরের মধ্যেই রামমন্দিরের এক তলার কাজ শেষ হয়ে যাবে’ বলে তিনি আশাবাদী ।আগামী ১৪ জানুয়ারি, শুভ মকর সংক্রান্তি আর এই দিনেই মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করা হবে।
২০২৪ সালের ২০ থেকে ২৪ জানুয়ারি মধ্যে শুভ সময় দেখে প্রাণ প্রতিষ্ঠা করা হবে বিগ্রহের । ২০২৪- এর লোকসভা ভোটের আগেই আগেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট,উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে।খাঁটি সেগুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ দরজা ।
প্রসঙ্গ , ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজন ও শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী।