গত কালই নয়া সংসদ ভবনের যাত্রা শুরু হয় । আর নয়া সংসদ ভবনের শুভারম্ভ কে স্মরণীয় করে রাখতেই প্রত্যেক সাংসদদের উপহার দেওয়া হয়। সেই উপহারের মধ্যে ছিলো একটি সংবিধান, একটি সংসদ এর ইতিহাস ও কার্যক্রম সংক্রান্ত বই ও একটি স্মারক মুদ্রা।
এইদিন অর্থাৎ বুধবার বহরম পুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন সাংসদদের উপহার দেওয়া সংবিধানের প্রস্তাবনায় নাকি উল্লেখই নেই ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু’টির। তিনি আরো অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি সরকার চালাকি করেই সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি কে সরিয়ে দিয়েছে ।
যদিও অধীরের এই অভিযোগকে মানতে নারাজ গেরুয়া শিবির । পদ্ম শিবিরের সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এ বিষয়ে বলেন, “সংবিধান সভা যে সংবিধান এর স্বীকৃতি দিয়েছিল, সেই প্রথম সংবিধানের একটি করে কপি দেওয়া হয়েছে সাংসদ দের ।" তিনি আরো বলেন মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটির কোন উল্লেখ ই ছিলো না ।
প্রসঙ্গত , ১৯৭৬ সালে জরুরী অবস্থার সময় ৪২-তম সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দু’টি সংযোজিত করা হয় মূল সংবিধানে।