বৃষ্টি স্নাত তিলোত্তমা |
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে নিম্নচাপের জেরে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আছে ।
দার্জিলিং ,জলপাইগুড়ি ,কালিম্পং , এ বুধবার অতিভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছেন হওয়া অফিস। এছাড়া আলিপুরদুয়ার , কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর সূত্রের খবর। ২০ শে সেপ্টেম্বর বুধবার , ২০ শে অক্টোবর ষষ্ঠী, ক্যালেন্ডার বলছে পূজোর আর মাত্র বাকি এক মাস। পূজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে দোকানে বাজারে উপচে পড়া ভিড়ের দেখা নেই। তার জন্যই কপালে ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের।