• পূজোর মুখেই মুখ ভার আকাশের , নিম্ন চাপের ভ্রুকুটি বঙ্গে ।
• ছাত্র মৃত্যুর চল্লিশ দিনের মাথায় ঘুম ভাঙলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । নয়া নির্দেশিকা জারি করা হলো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে , রাত ১০ টায় বন্ধ হবে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের গেট । তার পর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকতে গেলে লাগবে বিশেষ অনুমোদন । পরিচয় পত্র ছাড়া অভিভাবক দের ও প্রবেশ করতে দেওয়া হবে না হোস্টেলে ।
• স্পেনে জোড়া শিল্প বৈঠক সেরে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।