এর আগে বাহুবলী, আর আর আর এর মত বিভিন্ন সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এস এস রাজামৌলি। তার পরিচালিত সিনেমাগুলি যথেষ্টই সাড়া ফেলেছিলো সিনেমা প্রেমীদের মধ্যে। আর.আর.আর এর পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি । নিজের সামাজিক গণমাধ্যমে তিনি 'ভারতীয় চলচ্চিত্রের জনক' দাদাসাহেব ফালকেকে নিয়ে একটি বায়োপিক ঘোষণা করেছেন। ভারতীয় চলচ্চিত্রের পিতা দাদাসাহেব কালকে-এর উপর ভিত্তি করেই চলচ্চিত্রটি তৈরি হবে বলেই জানা গিয়েছে। তবে এবারের পরিচালনায় পরিচালকের ভূমিকায় থাকছেন না এসএস রাজামৌলি বরং তার পরিবর্তে থাকছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক নীতিন কক্কর।চলচ্চিত্রটির প্রযোজনার ভূমিকায় থাকছেন বরুণ গুপ্ত ও এসএস কার্তিক। গণেশ চতুর্থীর দিনেই পরিচালক রাজামৌলি তাঁর নতুন চলচ্চিত্রের প্রথম মোশন পোস্টার শেয়ার করেছেন নিজের X(টুইটার) একাউন্টে। চলচ্চিত্রটির নাম 'মেড ইন ইন্ডিয়া'(Made In India) ।
'মেড ইন ইন্ডিয়ার' ঘোষণায় এস এস রাজামৌলি বলেছেন, কোন ব্যক্তি বা নির্দিষ্ট ঘটনা নয় বরং ভারতীয় সিনেমার ইতিহাসকেই এবার পর্দায় তুলে ধরতে চলেছি। যেকোনো বায়োপিক তৈরি এমনিতেই কঠিন কাজ কিন্তু ভারতীয় সিনেমার পিতা'র গল্পকে পর্দায় তুলে ধরা অত্যন্ত চ্যালেঞ্জিং। চলচ্চিত্র নিয়ে বিস্তারিত বললেও তিনি কিন্তু একবারও বলেননি কে কে চলচ্চিত্রে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে থাকছেন।
@শ্রাবন্তী হালদার