গত ২৩ শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে , ইতিহাস তৈরি করেছিল ভারতের মহাকাশ গবেষণাকারী সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ । চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার বিক্রম সফল ভাবে অবতরণ করে চন্দ্র পৃষ্ঠে । ল্যান্ডার বিক্রমের অবতরণের কয়েক ঘণ্টার মধ্যে বিক্রমের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। ছ’চাকা বিশিষ্ট এই ছোট যন্ত্রটি ১০ দিন ধরে চাঁদের বিভিন্ন অংশে ঘুরে একাধিক অনুসন্ধান চালিয়েছিলো। চন্দ্র পৃষ্ঠের মাটির কম্পন সহ সালফারের মতো খনিজের সন্ধানও পেয়েছিলো খুদে প্রজ্ঞান ।
তার পর ১৪ দিন সূর্য থাকার পর চাঁদের দেশে আঁধার নেবে আসে । সব ঠিকঠাক থাকলেই আগামীকাল আবার চাঁদে সূর্য উঠবে । এবার আবার ঘুম থেকে জেগে উঠবে ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে পৌঁছানোর পর ১০ দিনের মধ্যে কাজ শেষ করেছিলো রোভার প্রজ্ঞান । যেহেতু সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করে কাজ করবে ল্যান্ডার ও রোভার , তাই তাকে স্লিপ মডে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ২২ এ সেপ্টেম্বর চাঁদে সূর্য উঠতে পারে , যদি সব ঠিক থাকে তাহলে আবার রোভার এবং ল্যান্ডার পুনরায় জেগে উঠে শুরু করবে তাদের কাজ। চাঁদের দক্ষিণ মেরুতে এই ১৪ দিন ছিলো দীর্ঘ রাত্রিকাল। সে সময় তাপমাত্রা ছিলো কখনও ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ।
ফলে সেই তাপমাত্রা লেন্ডার ও রোভার সহ্য করতে পারবে কিনা তা স্পষ্ট নয় । তবে ইসরো আশাবাদী । তাই চাঁদে সূর্যোদয় হলেই লেন্ডার ও রোভারকে জাগিয়ে তোলার কাজ শুরু করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সারা দেশ অপেক্ষা করছে তাদের জেগে ওঠার।
#ISRO #chandrayaan-3