অবশেষে চার হাত এক পরিণীতা ও রাঘবের , সামাজিক মাধ্যমে পোস্ট বিবাহের ছবি
মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য - পরিণীতি
অবশেষে পাঞ্জাবি রীতি চার হাত এক হলো । একে অন্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা।
রবিবার রাজস্থানের উদয়পুরের তাজ লীলা প্যালেসে কড়া নিরাপত্তায় চারহাত এক হয় পরিণীতি ও রাঘবের।
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিণীতি বলেন, " শুরুটা লন্ডনে, এক সকালে প্রাতঃরাশের টেবিলে প্রথম আড্ডা থেকে। যদিও আমার হৃদয় আমাদের দুজনের পথচলার খবর আমাকে দিয়েছিল আরও পরে। সম্পর্ক এবং বাগদানের পর থেকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে মিস্টার এবং মিসেস হতে পেরে ধন্য। একে অপরকে ছাড়া থাকা সম্ভব হচ্ছিল না। আমাদের চিরকাল একসাথে থাকার শুরু হল এখন থেকে।"
রাঘব ও পরিণীতার বিয়েতে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।