আসলে বাংলার রাজনীতিতে এখন দেখা যাচ্ছে, বাংলার জন্য কিছু করতে হলে বাংলায় থেকে নয় বাংলার বাইরে যাওয়া আবশ্যক। সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী স্পেন সফরে গেলেন বাংলার জন্য শিল্প আনতে, তিনি ফেরার পরই অক্টোবরে অভিষেক দিল্লী যাচ্ছেন ১০০ দিনের টাকা আনতে। তাই প্রকৃত বঞ্চিতরা এবার ভাবছে হকের দাবি মেটাতে হলে বাংলার বাইরে গিয়েই মেটাতে হবে। এবার সেই উদ্দেশ্য নিয়েই ২০০৯ এর চাকরিপ্রার্থীরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগের দাবিতে ১৪ বছর লড়াই করলেও সেই দাবি এখনো পূরণ হয়নি। চাকরির দাবিতে ডায়মন্ড হারবার এর সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বহুবার দাবি নিয়ে গেলেও অভিষেক তাদের দাবি শোনেনি। ধর্মতলায় ধরনা মঞ্চে বসে মিছিল মিটিং পদসভা করে বারবার সরকারের সামনে বিষয়টি তুলে ধরলেও সরকার বিষয়টিতে নজর দেয়নি। তাই তৃণমূল সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মানুষের হকের টাকা আনতে দিল্লিতে ছুটেছেন , তখন বঞ্চিত চাকরি প্রার্থীরাও তাদের হকের চাকরির দাবিতে, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন দেখার বিষয় জনদরদী তৃণমূল সরকার রাজধানী থেকে বাংলার সমস্ত দাবি পূরণ করতে সক্ষম হয় কিনা!!
চাকরির দাবিতে দিল্লি অভিযান চাকরি প্রার্থীদের
October 01, 2023
0
রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও প্রাপ্য দাবি আদায় করতে তৃণমূল দিল্লি অভিযানের ডাক দেয়। আগামীকাল চার থেকে পাঁচ হাজার শ্রমিক সহ তৃণমূল কর্মী সমর্থকরা ৫০ টি বাস নিয়ে রাজধানীতে রওনা দেয় । দীর্ঘ দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লড়াই করে তাদের দাবি ছিনিয়ে আনবেন এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তাদের অভিযান। অপরদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৩ রা অক্টোবর ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করলেও তিনি সাফ জানিয়ে দেন হাজিরা দিতে পারবেন না। কারণ তার মনে হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহায়তা থেকেও বেশি গুরুত্বপূর্ণ ১০০ দিনের জব কার্ডের টাকা আদায়। তাই অভিষেক আদালতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন কোনোভাবেই আমাকে আটকানো যাবে না, দিল্লি আমি যাবোই, বাংলার বঞ্চিত মানুষের নায্য অধিকারী ফিরিয়ে দিতে।