শ্রাবন্তী হালদার : মেসেজ ঢুকলেও ঢুকছে না টাকা। অর্থাৎ UPI থেকে পেমেন্ট করার পরেই সববারের মতোই ঢুকছে এসএমএস বা মেসেজ কিন্তু ব্যাংক একাউন্ট চেক করলেই দেখা যাচ্ছে কোন টাকাই ঢোকেনি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাই-এর এক রেস্তোরায় । ঘটনায় অভিযুক্ত তিন যুবক।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইন্সটল করেন এবং সেই অ্যাপের সাহায্যেই টাকা পেমেন্ট করেন। প্রায়শই যেমন হয়ে থাকে ঠিক তেমনই টাকা পেমেন্ট করার পর মেসেজ পান রেস্তোরা কর্তৃপক্ষ। তবে পরে তারা জানতে পারেন কোন টাকাই আসেনি অভিযুক্তদের থেকে। রেস্টুরেন্টের ম্যানেজার এই অভিযোগ নিয়ে যান থানায়। এবং মুম্বাই পুলিশ আধিকারিকরা ১৯ থেকে ২১ বছর বয়সী তিনটি যুবককে আটক করেছেন বলেই জানা গিয়েছে। শুধু এ ঘটনাই নয় পাশাপাশি একই ঘটনা ঘটতে দেখা গিয়েছে আরো দুটি রেস্টুরেন্টেও। এক্ষেত্রে দুজন টাকা পেমেন্ট করেছিলেন তবে আগের ঘটনার মতোই মেসেজ ঢুকলেও ঢোকেনি টাকা এমনটাই অভিযোগ সামনে এসেছে। নাকা অভিযানের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করেন পুলিশ এবং জানা যায় ওই দুজনের নামে আগে থেকেই চুরির অপবাদ রয়েছে।
এরপর পুলিশ আধিকারিক সমস্ত অভিযুক্তদের ফোন চেক করেন এবং সবার ফোনেই একটি কমন অ্যাপ দেখতে পান। যেটি ভুয়ো।এবং এই অ্যাপের মাধ্যমেই প্রতারণা করা হচ্ছে বলেই সন্দেহ পুলিশ আধিকারিকদের। এই অ্যাপ্লিকেশনগুলি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই গুগলকে চিঠি দেওয়া হয়েছে। এর আগেও UPI পেমেন্ট নিয়ে অনেক জালিয়াতির খবর প্রকাশ্যে এসেছে। তাই যখনই দেখছেন কেউ অনলাইন পে করছে তখনই তাকে ভালোমতো যাচাই করে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ।