শ্রাবন্তী হালদার : এবার প্রকাশ্যে এলো চালচিত্র ( chaalchitro) ছবির মোশন পোস্টার। এবং ঘোষণা করা হলো সম্পূর্ণ স্টারকাস্টের তালিকা। অর্থাৎ এই চালচিত্রে অভিনয় করতে চলেছে নামিদামি অনেক অভিনেতা ও অভিনেত্রীরা। তাদের মধ্যে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, বলিউডের অভিনেতা শান্তনু মহেশ্বরী। এছাড়াও অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরী,ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন,অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, তনিকা বসু, ও অনিন্দিতা বসুর মত বেশ কিছু টলিউড তারকাদেরও।
ছবিটির প্রযোজনায় রয়েছে 'ফ্রেন্ডস কমিউনিকেশন'।বুধবার সকালে ছবির মোশন পোস্টার শেয়ার করা হয় এবং ক্যাপশনে লেখা ছিল, 'গল্প হলেও সত্যি /মিথ্যের ছাঁচ ভর্তি/পুরনো সুরে নতুন গান /রাজা হবে খান খান '। ব্যাকগ্রাউন্ডে ঘড়ির টিকটিক শব্দ, গাড়ির শব্দ, গুলির আওয়াজ, মেট্রোর ঘোষণা ইত্যাদি শোনা যাচ্ছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতিম ডি গুপ্ত। চলচ্চিত্রটি হল থ্রিলার ঘরানার ছবি।অত্যন্ত উত্তেজিত হয়ে মোশন পোস্টারটি শেয়ার করেছেন শান্তনু এবং ক্যাপশনে লিখেছেন তার বক্তব্য।