রোহিত মিস্ত্রি:- কবে থামবে এমন ভারী বর্ষণ, কবে রেহাই পাবে আমাদের গোটা বাংলা? আবহাওয়ার মুড যেন পরিবর্তন হয়েই চলেছে, কখনো রোদ কখনো নিম্নচাপ আবার কখনো ভারী বর্ষণ!
তেমনি আজ ভারী বর্ষণের প্রভাবে দেখা দিল হড়পা বান। মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে সিকিমের লোণক হ্রদ ফেটে হড়পা বান দেখা যাচ্ছে তিস্তা নদীতে। সেই বন্যার ফলস্বরূপ নিখোঁজ বহু সেনা ছাউনি এবং সেনার বাসস্থান। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় গেছে ভেসে গেছে বহু সেনার ছাউনি এবং নিখোঁজ প্রায় ২৩ জন সেনা জওয়ান। উদ্ধার কার্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিস্তার জল ভেসে গিয়েছে রাস্তাঘাট। আচমকা এমন হরপা বান আশায় নিখোঁজ প্রায় ২৩ জন সেনা জামান ফলতো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলা এবং সিকিমের অঞ্চল চুন্থাম। লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়েছে ভারী বর্ষণের জলের প্রভাবে। জলঃ তার ইতিমধ্যে বেড়েছে প্রায় ২৫ থেকে ২৬ মিটার পর্যন্ত। হলুদ সতর্কতা ইতোমধ্যেই জারি করা হয়েছে তিস্তা সংলগ্ন অঞ্চলে। পাহাড়ি অঞ্চলের এমন বিপর্যয় চিন্তার ভ্রুকুটি কেটেছে সমতল ভূমিতে।