বর্তমানে পুনঃব্যাবহার বা রিসাইকেল এই শব্দটির সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। তবে কতজনই বা পুনঃব্যবহার বা রিসাইকেল করি? কিন্তু এই পুনঃব্যবহার বা রিসাইকেলকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে সোদপুরবাসী কলেজে পড়ুয়া এই যুবক। যার নাম সায়ন বসাক।The Bengal Voice কে টেলিফোন সাক্ষাৎকারে সায়ন জানিয়েছেন , তার এই ইচ্ছা বহু কাল ধরেই। তবে ২০১৬ তে বাবার সাথে ইডেনে খেলা দেখে আসার পর ইচ্ছা শক্তি হয় প্রবল তবে তখনই সে চেষ্টা করেও পারেনি। এরপর ২০১৮ তে হাতে ফোন পাওয়ার পর সমস্তটা পর্যবেক্ষণ করে জুতার বাক্স, ডিমের ট্রে, জামা কাপড়ের মধ্যে থাকা বোর্ড সহ ফেলে দেয়ার মত আরো জিনিস নিয়ে নিজের হাতেই তৈরি করে ফেলে ইডেন গার্ডেন।
ইডেন গার্ডন বানিয়েই থেমে থাকেনি সায়ন। এছাড়াও বানিয়েছে টাইটানিক, ব্যাঙ্গালোর স্টেডিয়াম, ট্রেন, হাওড়া ব্রিজ,দক্ষিণেশ্বর মন্দির, দ্বিতীয় হুগলি ব্রিজ, হাতে টানা রিকশা আরো কত কি।
আমরা সবাই জানি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। নভেম্বরের ৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে বিশ্বকাপ। এবার এই বিশ্বকাপের আগেই একটি ট্রফি বানিয়ে তাক লাগিয়েছে সায়ন। ট্রফিটি বানাতে তার সময় লেগেছে প্রায় এক মাসের কিছু সময় বেশি । ট্রফিটি উচ্চতায় ৬৫ সেমি।
আসল ট্রফি আর সায়নের বানানো রেপ্লিকা ট্রফির উচ্চতা এক্কেবারে সমান। এটি বানাতেও সব বারের মতোই ব্যবহার করা হয়েছে সমস্ত ফেলে দেওয়া জিনিস। সায়ন জানিয়েছে জুতোর বাক্স, হরলিক্স ও কমপ্লানের বাক্স, বিস্কুটের পেটি, ডিমের ট্রে, খবরের কাগজ, কাগজের কাপ ইত্যাদি সহযোগে বানিয়েছে এই ট্রফিটি। সায়ন জানিয়েছে ইডেন গার্ডেনই তার হাতে খড়ি। ভবিষ্যতে বিশ্বের সাতটা আশ্চর্য বানানোর পরিকল্পনা রয়েছে তার। সে আরো জানিয়েছে পরবর্তীতে তার পরিকল্পনার মধ্যে রয়েছে ইডেনের নতুন এক মডেল ও চন্দ্রযান-৩ ।