তাহলে কি বড় পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক?
শ্রাবন্তী হালদার : বড়পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কবে আসবে তা নিয়ে উত্তেজনার শেষ নেই। তবে এই উত্তেজনার সমাধান মিলতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ, আগামী বছর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসতে পারে বলেই জানা গিয়েছে। সময়টা হতে পারে শীতের সময়। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।
এবার শুরু শুটিংয়ের পালা। তবে বায়োপিকটিতে কারা কারা অভিনয় করছেন অর্থাৎ কারা অভিনেতা বা অভিনেত্রীর রূপে থাকছেন তা নিয়ে কোন তথ্যই এখনো পাওয়া যায়নি। দাদাও মুখে কুলুপ এেঁটেছেন।কিছুদিন আগে পর্যন্ত এই বায়োটিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এর চরিত্রে কে অভিনয় করছে এ নিয়েও ছিল জল্পনা।তবে জানা গিয়েছে দাদার চরিত্রের ভূমিকায় দেখা মিলবে আয়ুষ্মান খুরানার।যদিও এখনো এ বিষয়ে কোন চুক্তিপত্র সই হয়নি। শুটিং শুরু হতে চলেছে এ বছরই ডিসেম্বর মাস থেকেই। এবং শুটিং হতে পারে কলকাতায়ও এছাড়াও হতে পারে বেহালায় স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও।
বায়োপিকটি বলিউড অর্থাৎ বলিউডের কথা শুনেই বোঝা যাচ্ছে সেখানে বলিউড তারকারায় থাকছে সহ অভিনেতা বা অভিনেত্রী হিসেবে। তবে শুধু বলিউড তারকারাই নয় থাকতে পারেন বেশ কিছু টলিউড তারোকারাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কারা অভিনয় করতে চলেছেন এ বিষয়েও কিছু জানা যায়নি।এই বায়োটিকের পরিচালকের ভূমিকায় আছেন ঐশ্বর্য রজনীকান্ত। আগের বছরই তাঁর দেখা মিলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এর বাড়িতেই। দাদার ব্যক্তিগত ও পেশাদার জীবনের উপর ভিত্তি করেই তৈরি হতে চলেছে এই বায়োপিকটি।তবে এখনো এই বায়োপিকের কোন নাম জানা যায়নি।