পুজোর মুখে খুশির খবর অবশেষে কাটলো দুর্যোগের মেঘ
জয়শ্রী দাস : গত ২৭ এ সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার জেরেই গত কিছুদিন ধরে হয়ে চলেছিল অনবরত বৃষ্টিপাত। কোথাও হালকা ও মাঝারি বা কোথাও ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। কলকাতার বহু এলাকায় প্লাবিত হয়েছে জলে। নিম্নচাপের জেরেই উত্তর থেকে দক্ষিণ বঙ্গের বহু এলাকা জলে বিপর্যয়গ্রস্ত হয়েছে। সামনেই দুর্গাপুজো, কিন্তু তার আগেই ঘটে গিয়েছে সাত দিনের এই বড় বিপর্যয়। উত্তরবঙ্গের অবস্থা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই শোচনীয়। শিলাবতী হোক কিংবা কংসাবতী কিংবা যে কোন নদী, এই নদী হয়ে উঠেছে এখন আতঙ্কের কারণ । ফুষছে দামোদর নদী ও , প্লাবনের আতঙ্কেই দিন কাটাচ্ছেন দামোদর নদীর দুই পাড়ের বাসিন্দারা।
তবে , আশার আলো এখানেই যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া কোন জেলাতেই বৃষ্টি হওয়ার সেরকম সম্ভাবনা নেই যেমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের উপর মেঘের ঘনঘটা থাকলেও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু ওই দুটি জেলাতেই। আশা করা হচ্ছে এবার আবহাওয়ায় আস্তে আস্তে উন্নতি হবে। আজ থেকেই দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হবে । ইতিমধ্যেই আকাশে রোদের দেখাও মিলেছে । দক্ষিন বঙ্গে আজ ভারী বৃষ্টির তেমন আশঙ্কা নেই বললেই চলে । কোথায় কোথাও হালকা থাকে মাঝারি বৃষ্টি পাত হতে পারে । কাল থেকে আবহাওয়ার আরো উন্নতি হবে ।