পুজোর মুখে জেলায় জল যন্ত্রণার ছবি
রুপম মিস্ত্রী: শরতের আকাশে কালো মেঘ কেটে গিয়ে দেখা দিয়েছে রোদ ঝলমলে আকাশ। তবে কলকাতার আকাশে বৃষ্টির আশঙ্কা কমে গেলেও আশেপাশের বেশ কিছু জেলার কপালে রয়ে গিয়েছে চিন্তার ভাজ। বিভিন্ন জেলায় নদীর জল ঢুকে বিপুল ভাবে প্লাবিত করেছে এলাকা।
এই যেমন হুগলির খানাকুল এলাকা জলমগ্ন হয়ে রয়েছে মুণ্ডেশ্বরী নদীর জল নতুন করে না বাড়লেও, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ নদীর জল ঢুকেছে খানাকুল এলাকার এক নম্বর এবং দুই নম্বর ব্লকের দশটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। বিভিন্ন অঞ্চলে লোক চলাচল করার জন্য নামানো হয়েছে নৌকো l বন্যার কারণে অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুল বাড়িতে l সামনে সমস্ত বাঙালির মহোৎসব আসলেও স্থানীয় বাসিন্দাদের মনে নেই একটুও আনন্দের ছাপ l কারণ তাদের চাষের সমস্ত জমি জলমগ্ন হয়ে রয়েছে , ফসল সবই দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে l ফলে সারা বছরের খোরাকটুকুও ঘরে উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে বাসিন্দারা lএ মুহূর্তে দাঁড়িয়ে যত বড়ই আনন্দ হোক না কেন এটুকুও সুখের খোঁজ পাচ্ছেন না তারা। একই ছবি ফুটে উঠেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায়, তবে বৃষ্টি কমে যাওয়ায় শিলাবতী নদীর জল স্তর কমতে শুরু করেছে l ফলে আশা করা যায় পরবর্তী কয়েক দিনের মধ্যে প্লাবিত অঞ্চলে আবার দেখা যাবে মাটির মুখ। সমস্ত জলমগ্ন জেলার বাসিন্দাদের একটাই চিন্তা, দুর্যোগ কমলেও দুর্ভোগ কমবে কবে?