রোহিত মিস্ত্রি :- মেসি এর তখন বয়স ২৩ আর গতকাল মেসির প্রতিদ্বন্ধী হালান্ড এর বয়স ছিল ২৩ । দুটো সময়কালে বিস্তর পার্থক্য কিন্তু পার্থক্য কে দূরে সরিয়ে পর্ডিয়াম এ প্রথম আবার সেই আর্জেন্টিনা এর তারকা লিওনেল মেসি।
২০০৯ সালে বয়স যখন ২৩ তখন প্রথম ব্যালন ডি অর জয় , তারপর ২০১০,২০১১,২০১২ পরপর আরো ৩ টে জয় করে ইতিহাস গড়েছিলেন তিনি । কিন্তু কে জানত এখানেই তিনি থামবেন না , এরপর ২০১৫ ,২০১৯ ও ২০২১ এ আরো ৩ টে ব্যালন ডি অর নিয়ে LM7 2022 এর বিশ্বকাপে পদার্পণ করেছিলেন শেষ অধরা স্বপ্ন বাস্তবায়িত করতে ।
১৮ ই ডিসেম্বর,২০২২ এ বিশ্বকাপে জয় এর পর অষ্টম ব্যালন ডি অর এর স্বপ্ন যেনো আজ থেকেই জানান দিয়েছিল যে এইবছর ও সেটি যাবে দক্ষিণ আমেরিকার রোজারিওর এক ছেলের ঘরে । কিন্তু প্রতিপক্ষে হালান্ড ম্যানচেস্টার সিটি এর হয়ে সমস্ত ট্রফি সহ জয় করেছিলেন ফিফা বেস্ট প্লেয়ার। তাই অনেকের আশা ছিল এই যুব তারকা হয়তো জিতবে কিন্তু ফের জয়ী লিওনেল মেসি ।
দিয়েগো মারাদোনা এর জন্মদিনে এই সম্মান তাকেই দিলেন লিওনেল । অষ্টম বার ব্যালন ডি অর জেতবার পর তার প্রাক্তন দল বার্সেলোনা কেও স্মৃতিচারণ করলেন লা পুলগা ।
বিশ্ব ইতিহাসের সমস্ত ট্রফি, একক খেতাব তার হাতের মুঠোয় আর রয়েছে কোটি কোটি মানুষের তার প্রতি ভালোবাসা সেগুলোই তার কাছে বেশি দামী বললেন রোজারিওর থেকে গোটা বিশ্বের সেরা প্রভাবশালী খেলোয়াড় হয়ে ওঠা গল্পের অমর নায়ক লিওনেল মেসি।