শ্রাবন্তী হালদার : শাহরুখ খানকে চেনেন না এমন মানুষ হয়তো এখনো জন্মায়নি। বাচ্চা থেকে বয়স্ক তাঁর সমস্ত বয়সের ভক্তরারা সবাই মেতে ওঠেন শাহরুখ খানের সিনেমার গান শুনলেই।বলিউডের এই অভিনেতা তার ফ্যানেদের কাছে SRK নামেই খ্যাত।এছাড়াও বলিউডের বাদশা এবং কিং খান নামেই পরিচিত শাহরুখ খান।তবে এই পরিচিতি পাওয়া বা বলিউডের বাদশা হয়ে ওঠার গল্পটা খুব একটা সহজ ছিল না।সময়টা হলো ১৯৯২ সাল বলিউডে প্রথম পা রাখেন কিং খান 'দিওয়ানা' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর থেকেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫),দিলতো পাগল হ্যায়(১৯৯৭),কুচ কুচ হোতা হ্যায়(১৯৯৮)এর মত আরো অনেক অসাধারণ রোমান্টিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তার ভক্ত মন্ডলীর কাছে।শুধুমাত্র অতীত নয় বর্তমানেও তাঁর অভিনীত চলচ্চিত্র দেখতে বিপুল মানুষ ভিড় জমান প্রেক্ষাগৃহে। তাঁর ঝুলিতে রয়েছে ভারত সরকারর কর্তিক পদ্মশ্রী সহ বিপুল ফিল্মফেয়ার পুরস্কার।রাত পোহালেই অর্থাৎ ২ নভেম্বর জন্মদিন এই বলিউড বাদশা শাহরুখ খানের।
৫৮ বছর বয়সে পদার্পণ করতে চলেছেন তিনি।গত বেশ কিছু বছরগুলির মতোই এবছরও একটি কাজের ব্যতিক্রম করবেন না তিনি। যেটি হল মান্নাত অর্থাৎ তাঁর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দেওয়া। আর এই দিনও মান্নাতের বাইরে বলিউড বাদশার বিপুল ভক্ত মন্ডলীদের ভিড় চোখে পড়ে।
২ নভেম্বর রাতে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেই আয়োজিত করা হয়েছে কিং খানের জন্মদিনের পার্টি এবং এই দিনই মুক্তি পেতে চলেছে পরিচালক রাজকুমার হিরানির পরিচালিত ছবি 'ডাঙ্কি'এর টিজার। কিং খানের জন্মদিনের পার্টিতে অতিথি হিসেবে দেখা মিলবে পরিচালক রাজকুমার হিরানি,পরিচালক সিদ্ধার্থ আনন্দ,পরিচালক অ্যাটলি,কর্ণ জোহর, আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন, কাজল সহ বলিউডের বিভিন্ন তারকাদের।