রোহিত মিস্ত্রী :- ২৫ তম দিন পদার্পণ করলো মধ্য প্রাচ্যের দুই দেশের মধ্যে যুদ্ধ। ইজরায়েল বনাম হামাস সংগঠন। জানেন কি প্রায় ৩০০ বছর আগে ইজরায়েল এর ভূমি প্রকৃত ভাবে ছিল ইহুদি দের কিন্তু সেখান থেকে বিতাড়িত হয়েছিল তারা।
কিন্তু যেখানেই তারা পুনরায় বসবাস করতেন সেখানে ইহুদীদের বুদ্ধিমত্তা এর ফলে ব্যবসা এর উন্নতি খুব শীঘ্রই করতেন। ফলত স্থানীয় মানুষের কাজে কর্মে এক প্রকারের বাধা হয়ে গেছিলো তারা । তাই তাদের সহ্য করতে হতো প্রচুর অত্যাচার। তাই তাদের প্রতিবাদে ১৮৫০ সালে ইহুদির রাষ্ট্র তারা দাবি করেন । ১ম ও ২য় বিশ্ব যুদ্ধে ব্রিটেন এর সহায়তা করবার দরুন ১৯৪৮ সালে ইজরায়েল এর সৃষ্ঠি হয়।
কিন্তু প্রতিষ্ঠা দিবসেই মধ্য প্রাচ্যের দেশ গুলি ইজরায়েল এর ওপর হামলা করে কিন্তু ইজরায়েল এর তেমন কোনো সৈন্য ছিল না , ছিল তিনটি সংগঠন (লোহি, হ্যাগানা, ইরগুন) ।
মিশরের নজরে পরে ইজরায়েল রাজধানী তেল অভিব। সেখানে দখলের জন্য চলে অভিনব যুদ্ধ। বায়ুসেনা ও স্থলসেনা এর মধ্যে এই যুদ্ধ মিশর প্রথমে জয়ী হলে ইসরাইল নিজের শক্তি সম্মিলিত করতে থাকে । এরপর ৩ বার মিশরীয় বায়ুসেনা কে পরাস্ত করে ইজরায়েল সেনা ।
কিন্তু এরপরে মাথা ব্যাথা এর কারণ হয়ে দাড়ায় আরব সেনা । আরব সেনা ইজরায়েল এর গ্যালিলি অঞ্চলেইহুদি দের মারতে পাঠায়। এরপর শুরু হয় মিশন হিরাম। ৩ দিন পর এই অপারেশন জয়ী হয় ইজরায়েল। এরপর ইসরায়েল মনোনিবেশ করে দক্ষিণ অংশে।
এভাবেই অনেক যুদ্ধ জয় এর পর জয়ী হয় ইজরায়েল। এক কথায় ইহুদি বনাম মুসলমান সমাজের এই যুদ্ধ । ইজরায়েল দের ইহুদি দের ওপর প্রথমে যেই রকম মানসিক ও শারীরিক অত্যাচার করেছিল ইসলাম সমাজ তারপর তার প্রতিশোধ নেয় ইহুদি সমাজ । এখন সেটাই আবার স্মৃতি চারণ করছে হমাস।