স্নেহা ঢালী : নভেম্বরের একদম শুরুতেই অর্থাৎ হেমন্তেই কাশ্মীরে গান্দেরওয়ালে সোনমার্গে বরফের দেখা মিলল। মরশুমের প্রথম তুষারপাত পেয়ে গেল কাশ্মীরের সোনমার্গ, গান্দেরওয়াল সহ একাধিক এলাকা। বরাবরি পুজোর রেশ কাটিয়ে বছর শেষের দিকে পর্যটকদের ভিড় জমে যায় কাশ্মীরে। আর এবারে আগাম বরফ পড়ায় পর্যটকদের মধ্যে বেশ উচ্ছ্বাস ও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
হেমন্তেই শীতের আগমন। সবে মাত্র উওরে হাওয়া শুরু হয়েছে আর এরই মধ্যে কাশ্মীরের চর্তুদিকে বরফের চাদরে ঢাকল সোনমার্গ সহ তার আশেপাশের এলাকাগুলি। বৃহস্পতিবার বিকেলে নতুন করে তুষারপাত কাশ্মীরের সোনমার্গ সহ উপত্যাকার বিস্তির্ণ এলাকায়। কাশ্মীরের চারিদিক এখন বরফের আস্তরণে ভরা।
শুধু সোনমার্গ, গান্দারওয়াল নয়, এই তুষারপাতের সাক্ষী বান্দিপোরার রাজদান শীর্ষও। তাই প্রশাসনের তরফে নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বান্দিপোরার গুরেজ সড়ক। টানা তুষারপাতের কারনে কাশ্মীর ও গুরেজের রাস্তা পিচ্ছিল হয়ে থাকার জন্য উপত্যকা বন্ধ রয়েছে। এবং আবহাওয়ার অবস্থা উন্নতি না হওয়া পযর্ন্ত যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
এদিকে বরফের চাদরে ঢাকা কাশ্মীরকে দেখার আনন্দে আত্মহারা পর্যটকরা। এই আগাম শিতের আবাহন-ই পর্যটকদের বেশি আকর্ষণ করেছে।