প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার
শ্রাবন্তী হালদার: বিদ্যা বলান হলেন বলিউডের প্রথম লিস্টের অভিনেত্রীদের মধ্যে এক নামী অভিনেত্রী। তবে এই বিদ্যা বালনের অভিনেত্রী হওয়ার পেছনে কার হাত ছিলো জানেন? অনেকেরই তা অজানা।চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের পরিচালিত 'ভালো থেকো' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন বিদ্যা বালন।২০০৩ সালে পরিচালক গৌতম হালদারের পরিচালিত এই ছবিটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত।এছাড়াও রাখি গুলজার কে নিয়ে তিনি 'নির্বাণ' নামের চলচ্চিত্র পরিচালিত করেছিলেন ২০১৯ সালে।তাঁর পরিচালক জীবনের ছবির সংখ্যা খুবই কম। কিন্তু তার পরিচালিত ছবিগুলি কোন অংশেই কম নয় বা বলা ভালো অসাধারণ। তাঁর পরিচালিত সিনেমাগুলির মধ্যে আরো একটি হলো ১৯৯৯ সালে 'স্ট্রিংস ফর ফ্রিডম' যেটা তৈরি হয়েছিল সরোদশিল্পীকে নিয়ে।
শুক্রবার অর্থাৎ ৩ নভেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক গৌতম হালদার।মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।এরপর স্বাভাবিক যেমনটা হয়ে থাকে তেমনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সিদ্ধান্ত নেয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। পথেই প্রয়াত হন 'ভালো থেকো'-র পরিচালক গৌতম হালদার।