শিলা রাজবংশী : আর গুঞ্জন নয় এবার সত্যি সত্যি বিয়ে করতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মনোবিদ পিয়া চক্রবর্তী ।
যদিও আগে অনেকবার শোনা গিয়েছে যে তারা চুপিসারে বিয়ে করে ফেলেছেন কিন্তু সেসব মিথ্যে হল আজ ২৭ ই নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী প্রিয়া চক্রবর্তী সত্যি সত্যি বিয়ে করছেন এতে কোনো ভুল নেই ।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দীর্ঘদিনের প্রেমিকা ইকার সঙ্গে বিচ্ছেদের পর পরই সম্পর্কে জড়ান প্রিয়া চক্রবর্তী এর সঙ্গে । যিনি কিনা সংগীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী । ২০২১ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয় ।
অনুপম রায় ও প্রিয়া চক্রবর্তী সম্পর্ক বিচ্ছেদ নিয়ে একটি গুঞ্জন রটে ছিল যে পরমব্রত চট্টোপাধ্যায়ই তাদের মধ্যে বিচ্ছেদ কারন।
সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে একেবারে একথা নাকোচ করে দিয়েছিলেন । তিনি বলেছিলেন যে তারা শুধুই বন্ধু এবং এই সকল প্রশ্ন তাকে খুবই বিরক্ত করে ।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের ভালো বন্ধুর সাথেই সাত পাকে বাঁধা পড়বেন তিনি ।
বিয়েতে কোন এলাহি আয়োজন নয় । সেভাবে ইন্ডাস্ট্রির বিশেষ কাউকে ডাকেননি তারা । দুই পক্ষেরই খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজন ও বন্ধুদের সাক্ষী রেখেই আজ সাত পাকে বাঁধা পড়বেন তারা ।