আগামী কাল কলকাতায় অমিত শাহের মেগা সভা , প্রতিবাদের কালো পোশাক পরে বিরোধিতায় ঘাসফুল শিবির
রোহিত মিস্ত্রি:- কালকে ভিক্টোরিয়া হাউজ এর সম্মুখে বিজেপি এর সভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সম্ভবত ঘাসফুল শিবির এর কারচুপি, দুর্নীতি মামলা গুলি হবে মুখ্য হাতিয়ার।
এমনকি বঞ্চিত দের নিয়েও সওয়াল জবাব হবে বলেই জানা যাচ্ছে । রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা, বেকারত্ব নিয়েই এই সভার আয়োজন করছেন পদ্ম শিবির। তবে টক্কর টা তৃণমূল দেবে অন্য আঙ্গিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনা কে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেচে চলেছে তারা। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন তাই তারা ঠিক করেছে তৃনমূল এর সমস্ত সাংসদরা কালো পোশাক পরেই ধিক্কার জানাবে ।
শুভেন্দু অধিকারী বলেছে " কাল সভা উপলক্ষ্যে কোনো বিজেপি সংসদ ওখানে থাকবে না অর্থাৎ বিধান সভা কার্যত বিজেপি বিহীন থাকবে । ফলত নিজেদেরকেই কালো পতাকা দেখাবে ঘাসফুল।"
গত ২০১৯ এর লোকসভার মতোই বিজেপি এবারও বাংলার মাননীয়া এর সরকারকে টার্গেট করেছে তাদের ব্যর্থতা কে নিয়ে ।
লোকসভায় দুটি খেলা এখন চলছে বঞ্চনা বনাম প্রতিবাদ। ফলত তারই মহড়া হবে কালকে ।