কবে থেকে শুরু হতে চলেছে আইপিএল?
রোহিত মিস্ত্রি - বিশ্বকাপ এর পরে ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল ২০২৪ এখন দোরগোড়ায়। অবশ্য ২০২৪ সম্পূর্ণ গরম কালীন সময়ে দেখা যাচ্ছে আইপিএল সঙ্গে আবার T20 বিশ্বকাপ। কার্যত ২০ ওভার এর বিশ্বকাপ এর পরেই আয়োজিত হবে আইপিএল। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি অকশন যেখানে সমস্ত দল নিজেদের পকেটের শেষ টাকার অংশ দিয়ে নিজেদের দলের ভীত মজবুত করার চেষ্টা করবে। ইতিমধ্যে নয়া নিয়ম মাফিক ট্রেডিং এর দরুন বহু দল নিজদের কিছু কিছু খেলোয়াড় কিনেছে আবার কিছু খেলোয়াড় এর নিজস্ব দলে স্থান হয়ে ওঠেনি। সর্বোচ টাকা অঙ্ক যাদের বাকি তাদের মধ্যে এগিয়ে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দ্বিতীয় স্থানে কোলকাতা নাইট রাইডার্স।
আইপিএল মানেই একটা অনুষ্ঠান কারণ ভারতে ক্রিকেট মানে একটা ধর্ম যা ঘরে ঘরে পূজিত হয় । সেই টাকেই সঙ্গ করে এই বছরও আয়োজিত হচ্ছে আইপিএল ২০২৪। সঙ্গে বারে দেশের অর্থনীতি। দেশের টিভি এর টিআরপি এর পাশাপাশি স্টেডিয়াম টিকিট এবং ট্রেডিং অ্যাপ গুলোতে বারে বিনিয়োগ। এক কথায় অর্থনীতি এর সফলতা। কিন্তু মূল আকর্ষণ ক্রিকেট।
নতুন বছরের ২৩ শে মার্চ থেকে এটি অনুষ্ঠিত হবে চলবে ২৯ মে পর্যন্ত। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আহেমদাবাদ এর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিজয়ী দল ৪৬.০৫ কোটি টাকা । এবার দেশ বাসীকে পুনরায় নিজদের আসল ছন্দে ফিরতে দেখা যাবে বলেই অনুমান অনেকের।