মণিপুরী রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণদীপ ও লিন
স্নেহা ঢালী : সাবেকি রীতি মেনে দাম্পত্য জীবনে পা রাখলেন রণদীপ হুডা এবং লিন লায়শ্রম। সমাজ মাধ্যমে বিয়ের কথা ঘোষণা করে রণদীপ লিখেছিলেন, " মহাভারতে অর্জুন যেখানে মণিপুরের যোদ্ধা এবং রাজকুমারী চিএাঙ্গদাকে বিয়ে করেছিলেন সেখানেই আমরা আমাদের পরিবার ও বন্ধুদের আশির্বাদ নিয়ে বিয়ে করছি" । ঠিক এই কথা রেখেই ২৯ নভেম্বর, বুধবার, ইম্ফলে সনাতনী মণিপুরী রীতি নীতি মেনে বিয়ে সারলেন বলিউডের তারকা জুটি লিন ও রণদীপ।
বিয়ের দিন মণিপুরের সাবেকি সাদা ধুতি ও কুর্তা পরে বিয়ের আসরে পৌঁছন রণদীপ। সঙ্গে মাথায় ছিল সাদা ও সোনালি পাগড়ি ও কাঁধে ছিল সাদা উওরীয়। অন্যদিকে লিন পরেছিলেন পটলোই, যেটা কোন ডাজাইনার লেহেঙ্গা নই,এটিও মণিপুরের একটি সাবেকি পোশাক। মেরুন ও সোনালী রঙের পটলোই পরেছিলেন লিন। সাথে মাথায় মুকুট। তবে বউ লিনের সাজে চমক রেখেছে তার মাথা থেকে পা সোনার গয়নায় মোড়া, থরে থরে সাজানো।
এদিন রাতেই অভিনেতা নিজেই ছবি পোস্ট করে লেখেন, 'আজ থেকে আমরা এক হলাম। জাস্ট ম্যারেড'।