শিলা রাজবংশী : বিশ্ব জলবায়ু সম্মেলন জলবায়ু পরিবর্তনের মোকাবেলার পথ খোঁজা। এবং বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের উপর জলবায়ুর কর্মের পুনর্নির্বেশ করার সুযোগ দেয় এবং গ্রিনহাউস গ্যাসের প্রতিরোধ ও হ্রাস করা ।
জলবায়ু পরিবর্তন বর্তমানে গোটা বিশ্বের কাছে একটি উদ্বেগের বিষয় । ক্রমেই গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যার ফলে গোটা বিশ্বেই পরিবর্তন চোখে পড়ছে । যার প্রভাব স্বরূপ সারা বিশ্বজুড়ে সাইক্লোন , ভূমিকম্প , অগ্নুৎপাত, ভূমিধস , মেঘভাঙ্গা , অতিবৃষ্টি , অনাবৃষ্টি , খরা ইত্যাদি ক্রমে বেড়েই চলেছে । যা অদূর ভবিষ্যৎকে আরও বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে । তা আটকাতেই বিশ্বের উন্নতশীল দেশগুলোর সম্মতিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন ।
প্রায় ২০০ টি দেশের সরকারি কর্মকর্তা ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের গোষ্ঠী সহ প্রতিনিধিরা এই ২৮ তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা সিওপি ২৮ এ অংশ নেবেন তাছাড়া বৈশ্বিক উষ্ণায়নের পরিবর্তে পরিণতি মোকাবেলা সহায়তা এবং কার্যকর পদক্ষেপের জন্য চাপ দিতেই অংশ নিচ্ছেন তারা ।
সিওপি ২৮ অংশ নেওয়ার জন্য সকলে ই সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জড়ো হবেন ।
পহেলা ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরেতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের ২৮ তম জলবায়ু সম্মেলন । গত শুক্রবার ভোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইতে পৌঁছান । তাকে স্বাগতম জানায় সংযুক্ত আরব আমিরশাহের স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপ প্রধানমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল নাহিয়ান এবং সেখানকাররা অনাবাসী ভারতীয়রা । যা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই অনুপ্রাণিত হয় এবং তা তিনি তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানান ।
খবরটি নিশ্চিত করতে টুইট করেছেন বিদেশ মন্ত্রক মুখপাত্র অরিন্দম বাগচী । তিনি বলেছেন বিশ্বের জলবায়ু পরিবর্তনের মোকাবেলার পথ খুঁজতেই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এর আগেও ভারতে আয়োজিত জি ২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে এর বিষয়টি তুলে ধরেছেন তিনি ।
বিশ্ব জলবায়ু সম্মেলন সাধারণত ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট বা সিওপি ২৮ নামে পরিচিত । এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিলেও মার্কিন প্রেসিডেন্ট কিন্তু যোগ দেবেন না ।
সূত্রের খবর দুবাইতে যাওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবৃতির দিয়ে জানিয়েছেন যে প্যারিসের চুক্তির অধীনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার অগ্রগতি নিয়ে সিওপি ২৮ এ আলোচনা হবে । প্রধানমন্ত্রী আরো বলেন আমাদের ভারতের তে সভাপতিত্বে জি ২০ সামিটের সময় জলবায়ু বিষয়টি আমাদের অগ্রাধিকারের ছিল । জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেকগুলি দৃঢ় পদক্ষেপ করার বিষয়ে তিনি আশাবাদী ।