শ্রাবন্তী হালদার : কিছুদিন আগেই উত্তর সিকিমে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা আমরা সবাই জানি। মনে পড়ে সেই ভয়াবহ ঘটনার দৃশ্য! আমরা কেউই এখনো ভুলতে পারিনি সে দৃশ্য। ভেঙে পড়েছিল সিকিমের চুংথাম বাদ। এছাড়াও গ্যাংটক,নামচি,পাকিয়ং সহ বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল , লোনাক হ্রদের উপর হওয়া সেই ভয়ংকর বৃষ্টির জেরে। এই ঘটনার জন্য সিকিম সরকারের নির্দেশিকায় বন্ধ ছিল উত্তর সিকিম।আনাগোনা ছিলোনা কোনোও পর্যটকের। ভ্রমণপিপাসুদের জন্য এখবর কোন অংশেই খারাপ খবরের চেয়ে কম কিছু ছিল না। তবে সিকিম সরকারের নির্দেশিকায় এসছে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর।
১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই খুলে দেওয়া হচ্ছে উত্তর সিকিমের বেশ কিছু জায়গা। তার মধ্যে রয়েছে লাচুং, ইয়ামথাং সহ আরো বেশ কিছু জায়গা। যদিও বেশিরভাগ জায়গায় ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য এখনো বন্ধই রয়েছে। সিকিম সরকার জানিয়েছেন বিধ্বস্ত জায়গাগুলি মেরামতি হওয়ার পরই খুলে দেয়া হবে।কিন্তু সুখবরের সঙ্গে থাকছে নিষেধাজ্ঞাও। সিকিম সরকারের নির্দেশিকা অনুযায়ী, উত্তর সিকিমে পৌঁছতে গেলে শুধুমাত্র টং-চুংথাং পথ ধরেই যেতে হবে। অন্য কোনো পথ ব্যবহার করা নিষেধ।
এবং যাওয়ার সময় টং- চুংথাং পথ ধরে গেলেও বিকেল চারটের সময় বন্ধ করে দেওয়া হবে এই পথে গাড়ি চলাচল।ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সিকিম সরকারের তরফ থেকে। তাহলে আর দেরি কিসের এই শীতের মরশুমেই জমিয়ে মজা করে আসতে পারেন পাহাড় ঘেরা লাচুংয়ে।