এর জেরে উওরবঙ্গ এবং লাদাখের বিস্তীর্ণ এলাকা এই কম্পনে কেঁপে উঠেছে। লাদাখের স্থানীয় সময় সকাল ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। লাদাখের এই কম্পনের তীব্রতা বাংলাদেশের তুলনায় খানিকটা কম ছিল,৩.৪।
এবং উওরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর -এ মৃদ্যু কম্পন অনুভূত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট, নদিয়ার কৃষ্ণনগর,টাকিতেও এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়াও ডুয়ার্সের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা এই ভূমিকম্প অনুভব করেছে। শিলিগুড়িতেও এই কম্পের মৃদ্যু অনুভূত হয়েছে। এবং দক্ষিণ কলকাতার কিছু অংশেও এই ভূমিকম্প অনুভব করা গেছে।