মোনালিসা মাইতি: পরিচালক সুমন ঘোষ ছোটো বেলার স্মৃতিকে ফিরিয়ে আনতে চাইছেন তার নতুন ছবি ' কাবুলিওয়ালা' - র মাধ্যমে।
শুধুমাত্র একটি শব্দ ' কাবুলিওয়ালা ' যা শুনলেই ছবি বিশ্বাসের কথা বাঙালির মনে ফুটে ওঠে। তার এই চরিত্রে মিঠুন চক্রবর্তীকে সঠিক মানাবে তো? এই প্রশ্নই কদিন ধরে ঘোরাফেরা করছে অনেকের মনে। এরই মধ্যে ছবির লুক প্রকাশ পেয়েছে।ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালার মতোই মাথায় পাগড়ি পরতে আর কাধে ঝোলা নিতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। পুরনো সংলাপ - দৃশ্যর সঙ্গে পরিচালক যুক্ত করেছেন নতুন কিছু সংযোজন । এসভিএফ ও জিও স্টুডিওর প্রযোজনায় মুক্তি পেলো নতুন ছবি ' কাবুলিওয়ালা'- ট্রেলার।
আগত বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই দেখার বিষয় হলো এই ছবির জন্য দর্শকরা কতটা উত্তেজিত এবং তার সাথেই তাদের মনে এই ছবি কেমন প্রভাব ফেলবে।