শিলা রাজবংশী : দীপাবলির ১৫ দিন পর কলকাতায় আবার দীপাবলি । কি শুনে অবাক হচ্ছেন তো? এই তো গেল দীপাবলি আবার কিসের দীপাবলি ? এই দীপাবলির নাম দেব দীপাবলি । নামটা হয়তো আমরা শুনেছি , কিন্তু এ সম্বন্ধে বিস্তরে আমরা জানি কী ? চলুন আজ জেনে নেওয়া যাক ।
দেব দীপাবলি ( দেবগণের দিওয়ালি বা আলোকউৎসব )
যা কার্তিক পূর্ণিমার উৎসব । বিশেষত ভারতের উত্তরপ্রদেশের তীর্থ স্থান বারাণসীতে এই উৎসব উৎযাপন করা হয় । এই উৎসব ত্রিপুরাউৎসব নামেও পরিচিত আবার কোথাও ত্রিপুর পূর্ণিমা স্নান নামে পরিচিত । এই উৎসব ঘিরে রয়েছে বহু পৌরাণিক ইতিহাস ।
সেই ইতিহাস অনুযায়ী অনেকেই মনে করেন এই সময় দেবগণ পৃথিবীতে অবতরণ করেন গঙ্গা স্নানের জন্য । আবার কারও মতে ভগবান শিব দুষ্টু রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করেছেন সেই বিজয় উদযাপন ঘিরে পালন করা হয় এই উৎসব ।
বারাণসী ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই উৎসব পালন করা হয় । সর্বপ্রথম ১৯৯১ সালে বারাণসীর কাশী বিশ্বনাথের দশাশ্বমেদ ঘাটে কিশোরী রমণ দুবে (বাবু মহারাজ) দেব দীপাবলি নামের এই আলোক উৎসবটি পালন করেন ।
এবছর থেকে পালন করা হবে কলকাতার বুকেও । কলকাতায় যুক্ত হচ্ছে নয়া উৎসব যার নাম দেব দীপাবলি। এবার থেকে দুবার করে হবে দীপাবলি ।
ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ।
বারানসি দশাশ্বমেদ ঘাটের আদলেই উৎযাপন করা হবে খাস কলকাতায়।
আগামী ২৬ ও ২৭ নভেম্বর কলকাতা পুরসভার তরফ থেকে পালিত হবে দেব দীপাবলি।
সূত্রের খবর : উৎসবে মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে । তার নির্দেশেই মেয়র ফিরাদ হাকিম অনুষ্ঠানটি সূচনা করবেন ।
উৎসবটি অনুষ্ঠিত হবে কলকাতার বাজা কদমতলা ঘাটে । সম্পূর্ণ অনুষ্ঠানটির দায়িত্ব দেয়া হয়েছে দেবোত্তর জয়চন্ডী ঠাকুরানি ট্রাস্টকে । ট্রাস্টি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ।
এছাড়া সম্পূর্ণ অনুষ্ঠানটিতে পূর্ণ সহযোগিতা করবেন কলকাতার পুরসভার আধিকারিকেরা । অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সকল ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে । রেল ও পুলিশ আধিকারিকদের সঙ্গেও ইতিমধ্যে আলোচনা করা হয়েছে।
প্রায় পাঁচ থেকে দশ হাজার প্রদীপে আলোকিত করা হবে বলে জানা যায় । প্রতিবছরই বারাণসীর কাশি বিশ্বনাথ মন্দির চত্বর সংলগ্ন ঘাট গুলিতে লক্ষ লক্ষ প্রদীপে সাজানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেই আলোকময় ঘাট দেখতেই আসেন । এবার কষ্ট করে কাশী বিশ্বনাথে আলোকউৎসব দেখতে যেতে হবে না কলকাতাবাসীকে । কলকাতার বুকেই দেখতে পাবেন এক টুকরো কাশী বিশ্বনাথ ।