স্নেহা ঢালী : বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেষবারের প্রযোজনা ধারাবাহিক ছিল "কনকাঞ্জলি"।
দীর্ঘ ১২ বছর পর সেই ভূমিকাতেই আবার ফিরলেন অভিনেতা। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল "আলোর কোলে" যার প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।
এই ধারাবাহিকে রয়েছেন টলিপাড়ার দুই নায়িকা এবং এক নায়ক। ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছে কৌশিক রায়, সমু সরকার, স্বিকৃতি মজুমদার, অনন্যা দাস এছাড়াও রয়েছে এক খুদে রিষিতা নন্দী। এই খুদেকে নিয়েই গল্পটি।
মা হারা এক বাচ্ছা মেয়ের কাছে কিভাবে না থেকেও তার মা রয়ে যাবে, আবার সেই মায়ের ঘাটতি পূরণ করবে অন্য এক মেয়ে এসে।এই নিয়েই গল্প। এমন এক মাতৃত্বের গল্প নিয়ে আসছে প্রসেনজিৎ -এর প্রযোজনা সংস্থা এনআইডিয়াস।
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক "আলোর কোলে"। আশাবাদী প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।