শ্রেয়া অধিকারী: কলকাতায় সাটাল বাস পরিষেবা চালু করল উবের । কিছুদিন আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে , পশ্চিম বঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সাথে MOU স্বাক্ষর করেছিল উবের । দূষণমুক্ত সাটাল বাস চালানোর বিষয় সেই চুক্তিতে বলা হয়েছিল । সেই চুক্তির বাস্তবায়নও ঘটে গেল বছরের শেষ মাসেই ।
আপাতত তিনটি রুটে মিলবে এই বাস পরিষেবা ।
এই রুট গুলি যথাক্রমে : রানীকুঠি - নিউ টাউন , জোকা - নিউ টাউন , ব্যারাকপুর - সেক্টর ফাইভ । সাধারণ মানুষ যাওয়া-আসা সব ক্ষেত্রেই এই পরিষেবা নিতে পারবে ।
টাকার অংকটা এক্ষেত্রে একেবারে কম না হলেও অতিরিক্তও না । ঠিক হয়েছে - রানীকুঠি থেকে নিউ টাউন যেতে সময় লাগবে এক ঘন্টা , সে ক্ষেত্রে ভাড়া হবে ১৯০ টাকা , জোকা থেকে নিউ টাউন সময় লাগবে প্রায় ১ ঘন্টা ৫ মিনিট এবং ভাড়া ১৯৫ টাকা , ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভ যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা দশ মিনিট এবং এক্ষেত্রেও ভাড়া দিতে হবে ১৯৫ টাকা ।
২০০ টাকার মধ্যেই অনেক তৃপ্তির সাথে যাতায়াত করতে পারবে যাত্রীরা , এছাড়াও এই বাস চালুর জন্য সবথেকে সুবিধা হবে IT hub কর্মরত ব্যক্তিদের ও মহিলাদের । সূত্রের খবর , অনলাইন মাধ্যমেও পেমেন্ট করা যাবে উবার বাসে , বাস কোন জায়গায় আছে জানা যাবে এই উবার অ্যাপের মাধ্যমে ।