স্নেহা ঢালী : অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে টলিপাড়াতে একের পর এক বিয়ে লেগেই রয়েছে।
আগামী ১৫ ই ডিসেম্বর সন্ধ্যায় অগহায়ণ মাসের শেষ লগ্নে, পূর্ব কলকাতায় এক বিলাশবহুল হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মন্টু পাইলট খ্যাত অন্যতম হ্যান্ডসাম অভিনেতা সৌরভ দাস ও মডেল তথা টলিউড অভিনেত্রী দর্শণা বণিক। ইতিমধ্যেই এই তারকার বিয়ের নিমন্ত্রণপত্র বিলি করা হয়ে গেছে।
এই তারকা জুটির প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল গত বছরের দূর্গাপুজো থেকেই। কিন্তু তারা নিজেরা প্রকাশ্যে আনেনি তাদের এই সম্পর্ক। আচমকা তাদের এই বিয়ের খবর রীতিমতো চমকে দিয়েছে অনুরাগীদের। তবে তাদের এই প্রেমের বিষয় তাদের বন্ধুবান্ধবদের অনেকেই জানতেন।
শোনাযায়, 'অল্প হলেও সত্যি' শ্যুটিং চলাকালীন সৌরভ ও দর্শণার মধ্যে বেশ বন্ধুত্ব তৈরি হয়। পরে 'গোলমেলে গোল'-এর সেটে তাদের এই বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমের সম্পর্কে।
একসময় সৌরভ অভিনেত্রী অনিন্দিতা বসুর সাথে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের বিচ্ছেদের কারণ আজও অজানা। অনিন্দিতা বসু এখন মুম্বাই ও কলকাতা দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন। কিন্তু, সৌরভের এই অতীতের সম্পর্কে টেনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দর্শনাকে পরামর্শ দিচ্ছেন যেনো তিনি সৌরভকে না বিয়ে করেন। অনেকে আবার সৌরভকে কটাক্ষ করে 'ফালতু ছেলে' ও বলেছেন। যদিও দর্শনা এই সমস্ত কিছুকে গ্রাজ্য না করে সে এখন নিজের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।
বিয়েতে দর্শণা পরবেন খাঁটির উপর রুপোর জরির কাজ করা লাল বেনারসি। অধিবাসের সময় সাজবেন, তসড় বেনারসিতে এবং গায়েহলুদের সময় হলুদ রঙা বেনারসিত আর রিশেপশনে গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠবেন নায়িকা। সৌরভ পরবে, তসড় ধুতি ও জামদানি সাথে কাঁথার কাজের কুর্তা। আমরা সকলেই তাদের নতুন জীবনের পথ চলা নিয়ে ছবির অপেক্ষায়।