রূপম মিস্ত্রি : ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম দিকপাল শিল্পী ওস্তাদ রশিদ খান সকলকে ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে । বেশ কিছুদিন ধরেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে চিকিৎসা চলছিল তার । গত কয়েক বছর যাবত শিল্পী ভুগছিলেন প্রোস্টেট ক্যান্সারে, চলছিল চিকিৎসাও ।চিকিৎসাতে সাড়াও দিচ্ছিল তার শরীর। তবে এরই মধ্যে সম্প্রতি তার মাথায় রক্তক্ষরণ (স্ট্রোক)শুরু হয় । এরপর থেকেই অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে । শেষমেষ মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে তিনি তার স্ত্রী ,দুই কন্যা ,এবং পুত্রসহ আমাদের সকলকে ছেড়ে গমন করেন পরলোকে।
১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রাশিদের। তিনি ছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ওস্তাদ ইনায়েত হুসেন খাঁ-সাহিব। ওস্তাদ নিশার হোসেন খাঁ এর কাছ থেকেই তিনি তালিম নিয়েছিলেন। যিনি সম্পর্কে ছিলেন উনার দাদু। ওস্তাদ গোলাম মোস্তফা খাঁয়ের কাছ থেকেও তালিম নিয়েছেন তিনি।
ইনি ছিলেন গোয়ালিয়ার ঘরানার শিল্পী ,পাশাপাশি রশিদের মামাও ছিলেন সেই ঘরানার শিল্পী ।সেই সূত্রেই তালিম পাওয়া রশিদের। মূলত শাস্ত্রীয় সংগীতের শিল্পী হলেও
ফিউশন ,বলিউড, টলিউড কোন কিছুতেই পিছিয়ে ছিলেন না শিল্পী, বহু জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন।