বাঙালি নাকি ব্যবসা বিমুখ , আজও বাঙালিকে প্রায়ই এই প্রবাদের সম্মুখীন হতে হয় । অনেকেই মনে করেন বাঙালি এবং ব্যবসা দুটি বিপরীত মেরুতে অবস্থান করছে । সেই ধারণাকে এক কথায় বুড়ো আঙুল দেখিয়ে বাঙালিকে ব্যবসা-মুখী করতে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে বেঙ্গল বিজনেস কাউন্সিল (BBC )। বর্তমানে বেঙ্গল বিজনেস কাউন্সিলের দায়িত্বে রয়েছেন ৮ জন সদস্যের একটি সংগঠন। যার মূল দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট চন্দ্র শেখর ঘোষ। চেয়ারম্যান অভিষেক অড্ডি, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শুভাশিস দত্ত । শ্রী সুব্রত দত্ত , শ্রী দেবর্ষি দত্তগুপ্ত সহ একাধিক দিকপাল ব্যবসায়ীরা।মূলত ছ’টি বিষয়কে কেন্দ্র করে বাঙালিকে ব্যবসা করানোর সাহস জুগিয়াছে বেঙ্গল বিজনেস কাউন্সিল। যাতে বাঙালিরা ছোট ব্যবসা থেকে শুরু করতে পারে, বা নতুন কিছু তৈরি করতে পারে তারই চেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। সর্বসাধারণের সুবিধার্থে কাউন্সিলের অন্তর্ভুক্ত ব্যাবসাগুলিকে নিয়ে এগোনোর দিশা দেখাচ্ছে বেঙ্গল বিজনেস কাউন্সিল।
আগামী ২ রা জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে , বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল কনভেনশন এবং ভিশন কনক্লিভ অনুষ্ঠিত হতে চলেছে । অনুষ্ঠান টিতে উপস্থিত থাকছেন বাঙালির কাছের মানুষ , প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এছাড়াও থাকছেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ ও প্রধানমন্ত্রীর অর্থ দপ্তরের উপদেষ্টা মন্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল সহ এক ঝাঁক তারকা । বেঙ্গল বিজনেস কাউন্সিলের অ্যানুয়াল কনভেনশন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না আপনিও । তাই আর দেরি না করে আজই রেজিস্টার করুন বেঙ্গল বিজনেস কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ।