বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘বেঙ্গল বিজনেস কাউন্সিল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন ও ভিশন কনক্লেভ। ব্যবসায়িক বিনিয়োগের ব্যাপারে ঝুঁকি নেওয়ার ভয়কে বাঙালি মন থেকে উপড়ে ফেলতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে ‘বেঙ্গল বিজনেস কাউন্সিল’। ২০২১ সালে কোভিড 19 অতিমারির পরবর্তী সময় বেঙ্গল বিজনেস কাউন্সিলের জন্ম । বাঙালি ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থাকে উন্নত করতেই বঙ্গীয় বাণিজ্য পরিষদের এই বিশেষ পদক্ষেপ।
এই দিন অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা-সহ এমডি, সিইও এবং ‘বেঙ্গল বিজনেস কাউন্সিলের সভাপতি চন্দ্রশেখর ঘোষ। বিভিন্ন ব্যবসায়ী দের করা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে । এছাড়াও তিনি সকলের সাথে ভাগ করে নেন একটি সামান্য এনজিও থেকে আজকের বন্ধন ব্যাংক গড়ে ওঠার যাত্রাপথের বিভিন্ন অধ্যায়ের কথা। এদিন The Bengal Voice এর মুখোমুখি হয়ে তিনি কি জানালেন আসুন শুনে নেওয়া যাক।
প্রসঙ্গত , এই দিন বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলন ও ভিশন কনক্লেভ এর মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন আগামী ৯ ই জুলাই বন্ধন ব্যাংকের সিইও এর পদ থেকে অবসর নেবেন তিনি ।