‘বেঙ্গল বিজনেস কাউন্সিল’-এর উদ্যোগে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো বেঙ্গল বিজনেস কাউন্সিলের তৃতীয় বার্ষিক সম্মেলন ও ভিশন কনক্লেভ। ব্যবসায়িক বিনিয়োগের ব্যাপারে ঝুঁকি নেওয়ার ভয়কে বাঙালি মন থেকে উপড়ে ফেলতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে ‘বেঙ্গল বিজনেস কাউন্সিল’। ২০২১ সালে কোভিড 19 অতিমারির পরবর্তী সময় বেঙ্গল বিজনেস কাউন্সিলের জন্ম । বাঙালি ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থাকে উন্নত করতেই বঙ্গীয় বাণিজ্য পরিষদের এই বিশেষ পদক্ষেপ।
এই দিন অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা-সহ এমডি, সিইও এবং ‘বেঙ্গল বিজনেস কাউন্সিলের সভাপতি চন্দ্রশেখর ঘোষ। বিভিন্ন ব্যবসায়ী দের করা প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে । এছাড়াও তিনি সকলের সাথে ভাগ করে নেন একটি সামান্য এনজিও থেকে আজকের বন্ধন ব্যাংক গড়ে ওঠার যাত্রাপথের বিভিন্ন অধ্যায়ের কথা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন টার্নার চেয়ার অফ অন্ত্রপ্রেনরশিপ ইন ফস্টার কলেজ অফ বিজনেস, ব্র্যাডলি ইউনিভার্সিটি, ইউএসএ, অধ্যাপক মেরি কনওয়ে ডাটো-অন। পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপিকা শর্মিষ্ঠা বন্দোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন কাউন্সিলের চিফ মেন্টর মানসী রায় চৌধুরী (টেকনো ইন্ডিয়া গ্রুপ), বিয়াস রায় (আরামবাগ ফুডমার্ট) এবং শালিনী এস বিশ্বাস (ইজি নোট স্টেশনারি)। এই পর্বে ‘এমপাওয়ারিং উইমেন: ট্রান্সফর্মিং লোকাল টু গ্লোবাল’ বিষয়টি আলোচিত হয় ।
দ্বিতীয়ার্ধ্বে বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলনের মঞ্চে যোগ দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শ্রী সঞ্জীব সান্যাল। দেশীয় অর্থনীতিতে বাঙালি ব্যবসায়ী দের করা বিভিন্ন ব্যবসার নিদর্শন তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্তিম পর্বে জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্তের সঙ্গে মুখোমুখি আলাপচারিতায় ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।