তাই ভক্ত অনুগামীদের রিটার্ন গিফট হিসেবে তাঁর আগামী ছবির ট্রেলর উপহার দিলেন পরিচালক । ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ২২ শে শ্রাবণ ও দ্বিতীয়পুরুষ এই দুই ছবির পুলিশি কর্মকাণ্ডের মহাজোটে তৈরি দশম অবতার। এক যুগ পরে ২০২৩ সালে পুলিশি আধিকারিক প্রবীর রায় চৌধুরী রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার বিজয় পোদ্দার ওরফে অনির্বাণ ভট্টাচার্য্য। প্রবীর রায় চৌধুরীর সংলাপ যেমন রাফ এন্ড টাফ রেখেছেন পরিচালক , তেমনি বিজয় পোদ্দারের চরিত্রে তিনি কমেডির ধাঁচ রেখেছেন , তা হলেও অ্যাকশন এ কেউই কম যায়না । ট্রেলর এর শুরুতেই দেখা যায় শহরের বুকে খুন হয়ে যাচ্ছে একটার পর একটা খুন সেই খুনের কিনারা করতে পারছেনা কলকাতা পুলিশ সেই জন্যেই ডাকা প্রবীর রায় চৌধুরী কে ।
পর পর তিনটি খুনের কিনারা করবেন প্রবীর রায় চৌধূরী।ট্রেলর এ জয়া আহসান একজন আইজীবীর চরিত্রে রয়েছেন ,যে এক সিরিয়াল কিলার এর কথা জানায়,এবং সেই সিরিয়াল কিলার নিজেকে বিষ্ণুর দশম অবতার বলে দাবি করেন ।তবে ট্রেলর এ যীশু সেনগুপ্তের চরিত্র ধূসর আর এখানেই টুইস্ট রেখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিটি যে শুধু সিরিয়াল কিলিং এর গল্প নয় এতে রোমান্টিকতাও ধরা পড়েছে তা ট্রেলর এ স্পষ্ট। এছাড়াও ছবিটি তে রুপম ইসলাম ও অনুপম রায় এর গান দর্শকদের উপরি পাওনা ।
দশম অবতারের গানগুলি যে বাংলা সিনেমার মাইলস্টোন হতে চলেছে এমনটাই আভাস পাওয়া গিয়েছে ট্রেলরে।১৯ শে অক্টোবর অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দশম অবতার একসাথে মুক্তি পাচ্ছে মিতিন মাসী , বাঘাযতীন সহ আরো এক গুচ্ছ বাংলা ছবি । তবে বক্স অফিস কাঁপাতে পারে কোন ছবি সেটাই দেখার ,তবে সিনেমাপ্রেমী বাঙালির কাছে এবারের পুজো এক সুবর্ণ সুযোগ বটে।এখন থেকেই সাড়া ফেলে দিয়েছে দশম অবতার । প্রসেনজিৎ, যীশু , অনির্বাণ তিন জনেই প্রথম সারির অভিনেতা। সৃজিতের ছবি মানেই দর্শকের উন্মাদনা ও উত্তেজনা তুঙ্গে, আর তিন সুপারস্টার যখন একসাথে তখন প্রত্যাশার পারদ গগন চুম্বি তা আর বলার অপেক্ষা রাখে না। টান টান উত্তেজনার সাথে ক্রাইম ও থ্রিলারে ভরপুর এই ছবি বাঙালিকে হলমুখী করতে বাধ্য করবে এটাই আশা করা যাচ্ছে।